২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৫, ২০২০
31
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও তার অঙ্গ সংগঠণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পৌরসভার উদ্যোগে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহে অর্ধ-নমিত জাতীয় পতাকা উত্তোলন।


সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যার্পণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, মুক্তিযোদ্ধা ডা. সাহবুদ্দিন আহমেদ সাবু, সাবেক পৌর কমান্ডার শেখ নুর মোহাম্মদ জকু, অগ্নি সেনা ময়নদ্দিন।

অনলাইন সভায় আলোচনায় অংশ নেন, উপজেলা কৃষি অফিসার সোহেল রানা, সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, প.প. কর্মকর্তা হাসানুজ্জামান খান, উপজেলা শিক্ষা সামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, আলমডাঙ্গা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠু, মহিলা কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন টিপু, মৎস কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, তথ্য কর্মকর্তা স্নিদ্ধা দাস, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, মহিলা বিশয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, ভিডিপি কর্মকর্তা রওশনারা, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী । অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।

অন্যদিকে আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্দ্যোগে দিনটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা, দলীয় ও শোক পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম আজম, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, আলম হোসেন, ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মুহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, জেলা আওয়ামীলীগের সদস্য আবু মুছা, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী আমিনুল ইসলাম অপু মোল্লা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু।

পৌর আওয়ামীলীগের সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম তবা, সোনা মিয়া, কামাল হোসেন, একরামুদ্দৌলা ঝিন্টু, জাহাঙ্গীর হোসেন, খন্দকার মজিবুল হক, দ্বীনেশ কুমার, জহুরুল হক স্বপন, সরোয়ার হোসেন, পলিমল কুমার ঘোষ কালু, শহিদুল ইসলাম, আব্দুর রশিদ,, মহাসিন কামাল, শিলকন জোয়ার্দ্দার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম খান স্বপন, শাহিন রেজা শাহিন, মিজানুর রহমান মিজান, সৈকত খান, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শাহেদা ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল , ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান, আব্দুল্লাহ আল হোসাঈদ বাদশা, ইছানুর কবীর, রকি, সাকিব, সৈকত, , সুরুজ, রকি, হাসান, সজিব, পিয়াস, রোমান প্রমুখ।


অপরদিকে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে। দিনটি উপলক্ষে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, মাস্ক বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। আলোচনা সভায় উপজেলা যুবলীগের আহ্বায়ক ক আনোয়ার হোসেন সোনাহার মন্ডলেল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অথিতি ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুদ, জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাকু, আজাদ, মহাসিন আলী, শুভ। উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান মাস্টারের উপস্থাপনায় পৌর যুবলীগের আহ্বায়ক আশাদুল ইসলাম ডিটু, যুগ্ম-আহ্বায়ক জাহেদুল ইসলাম, মামুনুর রশিদ হাসান, উপজেলা যুবলীগের সদস্য নেছার আহমেদ প্রিন্স, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান হিটু, সনি , চন্দন, জাহাঙ্গীর ,পাপন, সাব্বির, হাসিব, রকি, পৌর যুবলীগের সদস্য সোহাগ, আনিছ, রায়হান, রনি ডাক্তার, রিপন, সাগর, পিয়াস, রুবেলসহ বিভিন্ন ইউনিয়নের নেত্রবৃন্দ।


এদিকে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর সেচ্ছাসেবক লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে সন্ধ্যার পর দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সেচ্ছাসেবক লীগ নেতা ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগ সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ। বিশেষ অতির্থি জেলা সেচ্ছাসেবকলীগ সদস্য সোহেল রানা শাহীন, তরিকুল ইসলাম টুকুল, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি আলম হোসেন। সেচ্ছাসেবক লীগ নেতা আলামীনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন লাল, কামরুল, সাহেদ, ছাত্রলীগ নেতা, সাগর, তিতাশ, মুন্না, রাব্বি, নাঈম, সাইফুল, হাকিজুল, হোমায়ন, সাকীন, তুষার প্রমুখ।


অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে আলমডাঙ্গা রেল ষ্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা দিনটি যথাযথ মর্যাদায় পালন করেছে। দিনটি উপলক্ষে সকাল ৮টায় জাতীয় ও শোক পতাকা উত্তোলন , দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ষ্টেশন মাস্টার শরিফুল ইসলাম, সহকারী ষ্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম টোকন, নাজমুল হক, পোর্টার মিলন, হিড মিস্তেরী শহিদুল ইসলাম, আক্কাচ আলী প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram