আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী দর্শনা সুজায়েতপুরের জাহাঙ্গীরকে আটক করেছে। ২৪ এপ্রিল দিনগত রাত ১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার এক্সচেঞ্জপাড়া থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়।
জানাগেছে, দর্শনা থানা এলাকার সুজায়েতপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জাহাঙ্গীর আলম(৩৪) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে। সে দর্শনা এলাকা থেকে মাদক দ্রব্য গাঁজা নিয়ে জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে। ২৪ এপ্রিল রাতে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে পৌরসভার এক্সচেঞ্জপাড়ার সোহাগ মোড়ে গাঁজা বিক্রয় হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জিত সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।