আলমডাঙ্গা জামজামি ক্যাম্প পুলিশ মধুপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারীকে আটক করেছে। ২ মে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী শরৎ আলী পালিয়ে গেলেও তার স্ত্রী শান্তি বেগমকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করে।
জানাগেছে, উপজেলার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত শখাতুল্লাহর ছেলে শরৎ আলী(৬০) দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রয় ও সেবন করে। শরৎ আলী বাড়ি না থাকলে গাঁজার ক্রেতারা তার স্ত্রী শান্তি বেগমের নিকট থেকে ক্রয় করে নিয়ে যায় বলে এলাকাবাসি জানায়। ২ মে জামজামী ক্যাম্পের এসআই শরিয়তুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়।
এসময় শরৎ আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও তার স্ত্রী শান্তি বেগমকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।