আলমডাঙ্গায় ২০২২-২০২৩ অর্থ বছওে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পর আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। ২৬ এপ্রিল বুধবার আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি অফিস চত্তরে এ ৩ দিন মব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের এপিএ এক্সপার্ট পুলের সদস্য ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সহাপরিচালক কৃষিবিদ ড. হামিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহাম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারহান নিতু,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহের প্রফেসর ড. খন্দকার শরিফুল ইসলাম, প্রফেসর ড. মাহবুবা জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোরওয়ার্দী।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার রেহেনা পারভীন, কৃষক জাহিদুল ইসলাম, জহির উদ্দিন জোয়ার্দ্দার প্রমুখ।