আলমডাঙ্গায় উপজেলা পর্যায়ে লোকমোর্চা সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল বুধবার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে দি এশিয়া ফাউন্ডেশন ও ওয়েব ফাউন্ডেশনের সহযোগীতায় সামাজিক সুরক্ষা কর্মসুচির স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে নাগরিকদের দাবি উত্থাপন প্রকল্পের এ প্রশিক্ষক দেওয়া হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা লোকমোর্চার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।
বিশেষ অতিথি ছিলেন এসপিপিএল প্রকল্পের জেলা সমন্বয়কারী আনিসুর রহমান, ওয়েব ফাউন্ডেশনের সমন্বয়কারী নির্মল দাস, উপজেলা লোকমোর্চার সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মহিদুল ইসলাম।
বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাংবাদিক আতিয়ার রহমান কুমুল, প্রশান্ত বিশ^াস, শরিফুল ইসলাম রোকন, লোকমোর্চার সহসভাপতি শেখ শফিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমিরুর ইসলাম জয়, সহ-সম্পাদক দেবেন্দ্রনাথ দোবে বাবুলাল, লোকমোর্চার সদস্য সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাহিদা খাতুন,মাজেদা খাতুন, মনিরা খাতুন, আসাদুল হক, এমদাদুল হক, আব্দুস সালাম, নাছিমা খাতুন, পপি মাহমুদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, শফি উদ্দিন, সাজ্জাদ হোসেন, শাহাজান আলী প্রমুখ।