২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গার সুনীল কুমার হত্যা মামলায় ৩০ বছর পর ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১, ২০২২
32
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


চুয়াডাঙ্গা প্রতিনিধি : ৩০ বছর পর চুয়াডাঙ্গায় সুনীল কুমার হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত। তিনজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক। ২৫ জন আসামীর মধ্যে ১৮ জনকে খালাস দিয়েছেন আদালত। চার জন আসামী বিচার কার্যক্রম শেষ হওয়ার আগে মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. মাসুদ আলী এ রায় ঘোষনা করেন।

যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের কালু ফকিরের ছেলে সুলতান আলি, দামুড়হুদা উপজেলার রায়লক্ষীপুর গ্রামের মৃত লুলু মন্ডলের দুই ছেলে শওকত ও লিয়াকত ওরফে ন্যাকো।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা রায়লক্ষীপুর গ্রামের সুনীল কুমার বাড়ির পাশে ৪ কাঠা জমি ক্রয় করেন। এ জমি একই গ্রামের নুরুল ইসলাম ওরফে নুরু নিজের দাবি করে জোরপূর্বক দখল করে নেয়। উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৩ সালের ১০ ডিসেম্বর নরুল ইসলাম ওরফে নরুসহ তার ২৫-৩০ লোক নিয়ে সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আঘাত করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই অনীল কুমার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ বেশ কয়েক জনকে অজ্ঞাত আসামী করে আলমডাঙ্গায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান ২৫ জনকে অভিযুক্ত করে ১৯৯৭ সালে আদালতে চার্জশিট দাখিল করেন।

বৃহস্পতিবার আসামীদের উপস্থিতিতে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক রায় ঘোষণা করেন। রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। আর প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram