আলমডাঙ্গায় শহরের আনন্দধামে পরিবেশ বান্ধব কফি ও চা’য়ের কাপ তৈরীর মেশিন স্থাপন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় কুষ্টিয়া ই,বি থানার শংকর দিয়া গ্রামের মৃত আব্দুল ওহাব মিয়ার ছেলে মহিবুল আলম মিন্টু এ মেশিন স্থাপন করে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মেসিন পরিচালক রকি, কাজল, মুকুল, আসাদ, জমির হোসেন, মিন্টু, ইমারত, হারুন, লাল্টু, তরিকুল, আলিনুর, মহন, অভিজিত, সেলসম্যান আইনাল, ডালিম প্রমূখ।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মহিবুল আলম মিন্টু বলেন, সারা বিশ্বের করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে ছোঁয়াছে ঠেকাতে অত্যন্ত কার্যকর এ কাপ শতভাগ স্বাস্থ্য সম্মত। কাগজের তৈরী সম্পূর্ণ পরিবেশ বান্ধব এ কাপ ব্যবহারের ১মাসের মধ্যে পঁচে জৈব সারে পরিনত হবে বলে জানানো হয়েছে । সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এ থেকে বিশ্বের মরামারি করোনা ভাইরাসসহ সকল প্রকার ছোঁয়াছে রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।