২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার বামানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৬, ২০২২
50
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রির্পোটার: আলমডাঙ্গার বামানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। গত পরশু তিনি ব্যাপারী ডেকে এ গাছ বিক্রি করেন। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে। গাছ কাটার বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে এলাকাবাসি।


জানা গেছে,আলমডাঙ্গার হারদী ইউনিয়নের বামানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি শীল কড়াই গাছ ছিল। গত রোববার বিদ্যালয়ের সভাপতি ফারুক হোসেন টিপু ওই গাছ ব্যাপারী ডেকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন বলে এলাকার লোকজন অভিযোগ করেন।

তিনি ম্যানেজিং কমিটির কারো সাথে কোন আলোচনা না করেই গাছ বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেন। সরকারী গাছ কেটে বিক্রি করায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গাছ কাটার বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশানের নিকট দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram