প্রাক্তন উপজেলা শিক্ষা অফিসার আলমডাঙ্গা কলেজপাড়ার আলহাজে নূরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি —রাজিউন)। বার্ধক্যজনিত রোগে গতকাল ১৭ আগস্ট রাত সাড়ে আটটায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ১৮ আগস্ট সকাল ৯টায় আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে জানাযা শেষে লাশ দাফন করা হবে।
মরহুম নূরুল ইসলাম আলমডাঙ্গা কলেজপাড়া জামে মসজিদ ও নিজ গ্রাম রায়সা জামে মসজিদ নির্মাণের উদ্যোক্তা ছিলেন। এছাড়াও তিনি নানা জনহিতকর কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি সদালাপী ও সজ্জন-ধার্মিক ছিলেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন বড় ছেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কামরুজ্জামান বাবলু ও মেজো ছেলে এমএস জোহা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু।