বাড়াদী প্রতিনিধিঃ আলমডাঙ্গার পারকুলা গ্রামে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে আহত দুই।
জানা গেছে রবিবার সকাল ৬ টার দিকে পারকুলা কারিগর পাড়ার মৃত আফিল উদ্দীনের দুই ছেলে বাড়ির পাশের জমি নিয়ে বিরোধ শুরু করে।
এতে সাদেক আলি তার ভাই কুতুব উদ্দীন ও ভাইয়ের ছেলে জামিরুলকে ইট ও লাঠসোটা দিয়ে পিটিয়ে আহত করে।
এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদেরকে হারদী হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের চিকিৎসক জানায় রোগীর অবস্থা এখন ভালো আছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি ছলছিলো বলে জানা যায়।