আলমডাঙ্গা উপজেলা জাঁহাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামিম হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৭ জুলাই শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
নিহত শামিম হোসেন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাঁহাপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।
পারিবারের সদস্যরা জানান, শামিম হোসেনের বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ চলছিল। বিকেলে শামিম বাড়িতে ঢুকে উঠানে পড়ে থাকা তার সরানোর সময় ( বিদ্যুতের তার) বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা দ্রæত শামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর শামিমকে মৃত ঘোষনা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।