১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল হোসেনের শপথ গ্রহন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২৩, ২০২০
39
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে উপনির্বাচনে নবনির্বাচিত সদস্য  শিমুল হোসেনের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানে কুরআন তেলওয়াত করেন হাফিজ মাওলানা মাসুদ কামাল।

আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী। শপথ গ্রহন শেষে আলোচনা সভা তিনি বলেন,  সমাজ উন্নয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও মেম্বারদের ভ’মিকা অনেক বেশি। একটি হাত চেয়ারম্যার হল এবং হাতের আঙ্গুল গুলো হলো ইউনিয়ন পরিষদের মেম্বার। মেম্বারদের তৃণমূল পর্যায়ে এলাকার মানুষের সাথে মিলে মিশে কাজ করতে হবে। প্রতিবন্ধীদের উন্নয়নের অংশ করতে হবে। কাউকে পিছিয়ে রাখা যাবে না।

 

  শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সালমুন আহম্মেদ ডন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আপনারা কাজ করবেন। সবচেয়ে বড় কথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজেদ জয় ২০ লাখ দক্ষ লোক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছেন। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এর মধ্য দিয়ে আমরা ২০৪১ সালে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।

 

 অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল আজমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাজু আহমেদ, বাদশা বুলবুল, আলামিন প্রমুখ।

 

   জানাগেছে, গত জুন মাসে খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য আব্দুল্লাহ মালিথার মৃত্যুজনিত কারণে উক্তপদটির শূন্যস্থলে ২০ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে শিমুল হোসেন বিজয়ী হন।

 

 

 

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram