আলমডাঙ্গায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার আলমডাঙ্গা উপজেলার শাখার উদ্বোধন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার আলমডাঙ্গা উপজেলার শাখার নির্বাহী সভাপতি কাজী রবিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান ম.মাহমুদুল হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। সন্মানিত অতিথি ছিলেন মানবাধিকার কেন্দ্রীর কমিটির মহাসচিব সিজুল হক মিনা, যুগ্ম-মহাসচিব ঈশা মল্লিক, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব রুহুল আমিন ইমরোজ, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার জেলা সভাপতি রাজিব আহম্মেদ রাজু।
এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক ও উপজেলা শাখার সভাপতি আল আমিন হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন অ্যাড. একরামুল হক, উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও ৭০“র অগ্নিসেনা মঈন উদ্দিন, পারভেজ, বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, সুশিল কুমার ভৌতিকা, ডা. অমল কুমার বিশ^াস, দেবদাস দে, উপজেলা শাখার সাধারন সম্পাদক রাশেদুজ্জামান, ইউনুস আলী মন্ডলসহ উপজেলা শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।