চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুকুর থেকে সুরাজ বেগম (৮৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সুরাজ বেগম একই গ্রামের মৃত উমেদ মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে ওই গ্রামের ঝুনু বিশ্বাসের পুকুরের পাশে খেলছিল শিশু-কিশোররা। এসময় পুকুরে ভিতর এক বৃদ্ধার লাশ ভাসতে দেখে গ্রামের লোকজনকে খবর দেয় তারা। পরে ওই পুকুর থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে স্থানীয়রা। তিনি দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে তার পরিবার।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, বিষয়টি এখনও আমাদের কেউ জানায়নি।