আলমডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুর রশিদ নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু বরণ করেছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত মুক্তিযোদ্ধার বাড়ি আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামে।বিকালে রাষ্ট্রী মর্যদায় দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে, গেল ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৪২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৭৪ জন। মারা গেছেন ১৭ জন