অপরাধ পর্যালোচনা সভা সাতক্ষীরা জেলা পুলিশের আটটি থানার মধ্যে তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত
আমিরুল আলম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ডিসেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৮ জানুয়ারি পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরার সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
সভায় সাতক্ষীরার মাসিক অপরাধ পরিসংখ্যান, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগসহ বিভিন্ন দিক-নির্দেশনা আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির ওপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।
তিনি সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের নিয়মিত মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জ।
এদিকে সভায় জানানো হয়, আলমডাঙ্গা থানার সাবেক অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান (পিপিএম), বর্তমানে সাতক্ষীরা সদর থানায় কর্মরত থেকে দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা পুলিশের আটটি থানার মধ্যে তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন।