প্রতিনিধি:
সাম্প্রতিকী ডেক্স
আপডেট:
২২ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত
১ বার পঠিত
পণ্যবাহী নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার
পণ্যবাহী নৌযান শ্রমিকরা খাদ্যভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে চলমান ধর্মঘট প্রত্যাহার করেছেন।
বৃহস্পতিবার ২২ অক্টোবর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে নৌযান শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
খাদ্যভাতার দাবি মেনে নেয়ার সিদ্ধান্তে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেন।
বৈঠকে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং শ্রমিক ফেডারেশনের নেতারা।
১১ দফা দাবি আদায়ে গত ২০ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান শ্রমিকদের ধর্মঘট শুরু হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়।