আলমডাঙ্গায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তার মতবিনিময়
চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের সাথে আলমডাঙ্গা উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রবিবার বিকেল সাড়ে ৩টার সময় উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা, প্রশাসনিক প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সভাটি হয়ে ওঠে তথ্যসমৃদ্ধ ও সক্রিয় আলোচনামুখর।
মতবিনিময় সভায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নাঈম, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান - পিপিএম, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিল্লাল হোসেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, আলমডাঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, উপজেলা নির্বাচন অফিসার শেখ মাসুম বিল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, উপজেলা পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহনেওয়াজ শাহীন, পল্লী বিদ্যুৎ আলমডাঙ্গা জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আবির দত্ত, আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আল মামুন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, সোনালী ব্যাংক(পিএলসি) আলমডাঙ্গা শাখার এজিএম আনিসুর রহমান, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা শহিদুল ইসলাম, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ড. মাহবুব আলম, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ইলিয়াস হোসেন, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, হামিদুল ইসলাম আজম, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল হক শাওন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আরা প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বিভিন্ন অফিসের কার্যক্রম ও বর্তমান সমস্যাগুলো গভীরভাবে খতিয়ে দেখেন।
তিনি বিশেষভাবে জানতে চান— তামাক চাষ নিরুৎসাহিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কী পদক্ষেপ নিয়েছে, পুকুরে অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করে পানি দূষণরোধে মৎস্য বিভাগ কীভাবে সচেতনতা বাড়াচ্ছে, স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ জন চিকিৎসকের বদলে মাত্র ৬ জন চিকিৎসক দিয়ে কীভাবে সেবা পরিচালিত হচ্ছে, এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রয়েছে।
উপস্থিত কর্মকর্তারা তাদের সুবিধা–অসুবিধা, অর্জন ও চ্যালেঞ্জগুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। পুরো সভাজুড়ে ছিল দায়িত্বশীল আলোচনা এবং এগিয়ে যাওয়ার প্রত্যয়।