১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাটবোয়ালিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৮, ২০২১
28
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


হাটবোয়ালিয়া প্রতিনিধি : আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া ও মোড়ভাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। ৮ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন।


জানা গেছে, উপজেলার হাটবোয়ালিয়া ও মোড়ভাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন । এ সময় হাটবোযালিয়া বাজারে আমেনা ফার্মেসি মালিক আশরাফুল ইসলামকে ড্রাগস আইনে ১৯৪০/১৮(ক) ধারা লংঘনে ২৭ ধারা মোতাবেক ৩ হাজার টাকা, সোহাগ মিষ্টান্ন ভান্ডারের মালিক আব্দুস সোবহানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯/৫৩ ধারা মোতাবেক ১ হাজার টাকা, দেলবার হোটেলের মালিক দেলবারকে বাসি পঁচা অপরিষ্কার ও দুর্গন্ধের জন্য ভোক্তা সংরক্ষণ আইনে ৮ হাজার টাকা ও একই উপজেলার মোড়ভাঙ্গা বাজারে সেতু ফুড মালিক বাচ্চুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ৩ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া ক্যাম্পের টু আইসি মাজাহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram