২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতিকে ভোট চাইলেন দিলীপ কুমার আগরওয়ালা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৯, ২০২৪
39
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থি জিল্লুর রহমানকে সমর্থন দিলেন দিলীপ কুমার আগরওয়ালা। বুধবার ৮ মে রাতে তার পক্ষের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় এ সংক্রান্ত ঘোষণা দেন। এ মতবিনিময় সভায় দিলীপ কুমার আগরওয়ালার পক্ষের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী জিল্লুর রহমানকে বিজয়ী করতে ঐক্যমতে পোষণ করেন।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা প্রধান অতিথির বক্তব্যে বলেন, জিল্লুকে যদি বিজয়ী করতে পারেন, ধরে নেবো এ বিজয় দিলীপের হয়েছে। তিনি বলেন, আপনারা সজাগ থাকবেন, এখানে যে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের একটা ম্যাকানিজম থাকে। আলমডাঙ্গাবাসী দিলীপকে যে ভালোবাসা দেখিয়েছেন, সেই অধিকারে বলছি, আপনারা ২১ তারিখে ঘোড়া প্রতিকে ভোট দিয়ে জিল্লুকে আপনাদের সাথে থাকার সুযোগ করে দেবেন।


তিনি বলেন, আগামি দিনে যদি সফলভাবে রাজনীতি করতে হয়, তাহলে জিল্লুকে বিজয়ী করতেই হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে জিল্লুকে পাশ করানোর। জিল্লু গতবার নির্বাচনে অংশ নেওয়ার আগে ইউপি চেয়ারম্যান ছিলেন, পদত্যাগ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। আপনারদের কারও ভাই, কারও স্বজন, সেই হিসেবে আন্তরিকভাবে তার ভোট করবেন। তিনি অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে অধিক সতর্কতার সাথে জিল্লুর রহমানের নির্বাচনে সর্বাত্বক ভুমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ রাখেন।


নির্বাচনী মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বেলগাছি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, খাদিমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজী রবিউল ইসলাম, চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল বাতেন, খাদিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান বাবলু, খাসকররা ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, গাংনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম, পৌর কাউন্সিলর আশরাফুল হক বাবু, সাইফুল মুন্সি, ডাউকি ইউনিয়ন আওয়মীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডা. আনিসুর রহমান, পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শাখা, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল হক তবা, পৌর আওয়ামীলীগের নির্বাহী সদস্য মোল্লা সেলিম, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম জহুরুল ইসলাম ঝন্টু ।


আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান ও উপজেলা ছাত্রলীগ নেতা শাহারিয়ার তপুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন আইলহাস ইউনিয়নের শরিফুল ইসলাম ফেলু, কমল, নাগদাহ ইউনিয়নের মিশর মেম্বার, লিটন মেম্বার, সাইফুল ইসলাম, ডাউকি ইউনিয়নের সাঈদ মেম্বার জেকের আলী, জামজামি ইউনিয়নের রিপন শাহ, কামাল হোসেন, খাসকররা ইউনিয়নের মোয়াজ্জেম আলী, রুহুল আমীন, হারদী ইউনিয়নের আশরাফুল হক, বারাদি ইউনিয়নের শরিফুল মেম্বার, হাসিবুল মেম্বার, শরিফুল মেম্বার, ভাংবাড়িয়া ইউনিয়নের কামাল হোসেন, চিৎলা ইউনিয়নের রবিউল হক মল্লিক, জেহালা ইউনিয়নের জনি, ইলা মেম্বার, গাংনী ইউনিয়নের শিহাব, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সেলিম রেজা তপন, যুবলীগ নেতা শাহিন, সনি, ছাত্রলীগ নেতা সাব্বিরুজ্জামান, সাকিব, রাব্বিসহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয়নের কয়েকশ নেতাকর্মি।
জিল্লুর রহমানের যদিও বলিষ্ঠ নেতৃত্বের গুণাবলী রয়েছে। উপরন্তু তার সাথে আছে দিলীপ কুমার আগরওয়ালার আশির্বাদ। এ আশির্বাদের বিষয় ছিল এতদিন শুধু মুখের কথায়। গতকাল নিশি রাতের আলোচনা সভায় তা সত্যে পরিণত হল। অত্যন্ত শক্তিশালী প্রার্থি হিসেবে নিজের অবস্থান জিল্লুর রহমান নতুন করে জানান দিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram