২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ইমামের রাজকীয় বিদায়

প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
মে ৮, ২০২৪
92
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গায় দীর্ঘ ৩৭ বছর পর অবসরে যাওয়া মসজিদের ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন মসজিদ কমিটি ও মুসল্লিরা। মঙ্গলবার (৭ মে ২০২৪ খ্রি. ) বাদ এশা মসজিদে অনাড়ম্বর এক বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।

মসজিদ কমিটি সূত্র জানায়, চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছি এলাকার বাসিন্দা হাফেজ আব্দুল মজিদ দীর্ঘ ৩৭ বছর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল বায়তুল আমান জামে মসজিদে পেশ ইমাম ছিলেন। তিনি বার্ধক্যজনিত কারণে ইমামতির দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়ায় মসজিদ কমিটি তাকে সম্মানের সাথে রাজকীয় বিদায় জানায়।

তাকে মসজিদ কমিটির পক্ষ থেকে ওমরা পালন করানোর খরচসহ নগদ ৩ লাখ টাকা দিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত মসজিদ কমিটির লোকজনসহ সাধারণ মুসল্লিরা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পরে হাফেজ আব্দুল মজিদকে ফুল দিয়ে সাজানো মাইক্রোবাসে করে বাড়িতে পৌঁছে দেয় মসজিদ কমিটি। হাফেজ আব্দুল মজিদের এই রাজকীয় বিদায়ে তার পরিবারসহ সাধারণ মানুষ বায়তুল আমান জামে মসজিদ কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram