১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাটবোয়ালিয়াতে বাসের সময় নিয়ন্ত্রক ডাবলুকে মারপিট করেছে অটো চালক সোহেল

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ৭, ২০২১
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


হাটবোয়ালিয়া প্রতিনিধিঃ হাটবোয়ালিয়া বাস ষ্ট্যান্ডে অটো রাখাকে কেন্দ্র করে অটো চালক সোহেলের বিরুদ্ধে বাসের সময় নিয়ন্ত্রক ডাবলুকে ষ্ট্যাম দিয়ে মেরে আহত করার অভিযোগ উঠেছে। ৭ জুন সোমবার বেলা ১২ টার সময় এই ঘটনা ঘটে আলমডাঙ্গা হাটবোয়ালিয়া চৌরাস্তা মোড়ে।


জানা গেছে আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের সোহেল অটো নিয়ে বাসের সামনে রেখে প্যাসেঞ্জার নামাতে থাকে। এ সময় হাটবোয়ালিয়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে বাসের সময় নিয়ন্ত্রক ডাবলু অটো সাইডে রাখতে বলে কিন্তু অটো চালক সোহেল কোন কথা না শুনে সে অটোর ভিতরে বসে থাকে। পরে ডাবলু অটো চালক সোহেল কে জিজ্ঞাসা করে তোমার বাড়ী কোথায় অটো চালক সোহেল বলে আমার বাড়ী জাহান্নামে ।

এমন কথা কাটাকাটি একপর্যায়ে অটো চালক সোহেল ডাবলু কে পেটে লাথি দেয় পরে হাতাহাতি শুরু করে পাশে থাকা ক্রিকেট ষ্ট্যাম দিয়ে ডাবলুর হাতে আঘাত করে এবং হাতের আঙ্গুল ফেটে যায়। পরে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন এবং হাতে চারটা সেলাই দেওয়া হয় ডাবলু বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। দ্বিতীয় দফায় আবার সোহেল, রুবেল, বিকাশ, সাঈদুর,সহ ১৪/২৫ জন সংগঠিত হয়ে হাটবোয়ালিয়া বাজারে কেউ না বুঝার আগেই অতর্কিত হামলা ও মহড়া দিয়ে স্থান ত্যাগ করে এদের সবার কাছে দেশীয় অস্ত্র ছিল। এদের সবার বাড়ী বড়বোয়ালিয়া গ্রামে। পরে হাটবোয়ালিয়া পুলিশ আসার আগেই সবাই পালিয়ে যায়। এবিষয়ে হাটবোয়ালিয়া ক্যাম্প ইন চার্জ মীর মেজবাহুর দারাইন এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং অভিযোগ করেছে বলেন।

আলমডাঙ্গা থানায় মামলা করার পরামর্শ দেন মামলা হলে আইন অনুগ ব্যবস্হা নিবেন৷ হাটবোয়ালিয়া একটি ঐতিহ্যবাহি নাম করা একটি বাজার যা একটি পৌরসভার সাথে তুলনা করা ভুল হবে না। যেখানে আছে ব্যাংক,বীমা অফিস, এন জি ও অফিস, মার্কেট ব্যবসাপ্রতিষ্ঠান,সবাই হাটবোয়ালিয়া বাজার নিরাপদ আশ্রয়স্থল মনে করেন কিন্তু মাজে মধ্যে দেখা যায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে হামলা ও মহড়া চলে এই বাজারে যা সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসী থাকে আতংকে এমনই অভিযোগ সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসীর। তাই সাধারণ ব্যবসায়ীরা দফায় দফায় মহড়া ও আতংকের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram