৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
এপ্রিল ৩০, ২০২১
27
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
কৃষকের ধান কেটে দিলো যুবলীগ
কৃষকের ধান কেটে দিলো যুবলীগ | ছবি : কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

মেহেরপুর প্রতিনিধি । মেহেরপুর সদর উপজেলাধীন গোভীপুর গ্রামের কৃষক আনারুল ইসলামের দেড় বিঘা জমির ধান কেটে দিয়েছে জেলা যুবলীগ ৷ শুক্রবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ফরহাদ হোসেন এমপির দিকনির্দেশনায় কৃষকের ধান কেটে দিলেন জেলা যুবলীগের নেতাকর্মীরা। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে কৃষকের ধান কাটায় অংশ গ্রহন করেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান, সাবেক ছাত্রনেতা ও বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক শফিক কামাল পলাশ, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম আনু, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারন সম্পাদক তহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার আহ্বায়ক শাকিল আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একেএম আজাদ সাগর, যুবলীগ নেতা নাসির উদ্দিন, সাইফুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, সহ নেতার্কমীরা।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিনা পারিশ্রমিকে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি। চলমান কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিকনির্দেশনায় মেহেরপুর যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কৃষকের পাশে থেকে পাকা ধান ঘরে তুলতে সাহায্য করে চলেছে। লকডাউনে মৌসুমের পাকা ধান ঘরে তোলা নিয়ে দেশের অনেকস্থানের কৃষকরা আর্থিক ও শ্রমিক সংকটে মধ্যে পড়েন। অন্যান্য বছরে ধান কাটা মৌসুমের শুরুতে, বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা আসলেও গত দুই বছর করোনার কারণে আসতে পারছে না। ফলে পাকা ধান ঘরে তুলতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছে চাষিরা।এই জন্য কৃষকের পাশে যুবলীগ দাড়িয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram