৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর সাংস্কৃতিক উৎসব মাতালো মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৯, ২০২১
31
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গায় শুরু হওয়া ১২ দিনের সাংস্কৃতিক উৎসবের ৩য় রাতের অনুষ্ঠান মাতিয়েছে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের শিল্পীগোষ্ঠী।


আতিক বিশ্বাসের সঞ্চালনায় একের পর এক সঙ্গীত পরিবেশন করেন কমলকান্তি চক্রবর্ত্তী, সুমাইয়া পারভীন নদী, তাজুল ইসলাম, অবন্তী, হাবিব, লিপি,মাসুদ রানা, পুষ্পিতা জান্নাত , সুবর্ণা, রেজাউল হক, আশরাফুল হক লুলু ও আতিক শাহ।


অনুষ্ঠান দর্শক-শ্রোতাদের করতালি কুড়িয়েছেন শিল্পী সুবর্ণা পরিবেশিত কাঙালিনী সুফিয়ার বিখ্যাত গান "কোন বা পথে নিতাইগঞ্জ যাই", পুষ্পিতা জান্নাতের গাওয়া জালাল উদ্দীন খাঁর বিখ্যাত গান "সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইয়াছে " ও সাম্পান সিনেমার গান" ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা", মাসুদ রানার কন্ঠে " আইজ আমারে আনিয়া দেওরে আসমানেরও চাঁন", উস্তাদ রেজাউল হকের কন্ঠে বিখ্যাত কিরণ চন্দ্র রায়ের " নিম তিতা নিষিন্দা তিতা" ও আতিক শাহ-র কন্ঠে জনপ্রিয় লালনের গান" করি মানা কাম ছাড়ে না।"


বাদ্যযন্ত্রে ছিলেন মাহফুজুল হক তুষার, সুশীল কুমার পাল, আব্দুল হামিদ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram