২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে নানা আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ৬, ২০২১
22
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, তার জীবন আদর্শ নিয়ে আলোচনা সভা, জেলার সকল মসজিদে দোযা মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত, জেলা যুবলীগের খাবার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন, প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এসময় মেহেরপুর প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের পক্ষে সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক এড ইব্রাহিম শাহিন, পিপি এডভোকেট পল্লব ভট্টাচার্য, পৌরসভা ও জেলা যুবলীগের পক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, উপজেলা চেয়ারম্যান এড ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তর সরকারি কলেজ, মহিলা কলেজ, মেহেরপুর জেনারেল হাসপাতাল, শিক্ষ অফিস, মেহেরপুর ক্লাব, মহিলা আওয়ামীলীগ, জেলা আনসার ও ভিডিপি অফিস, ফায়ার সার্ভিস, মৎস্য অফিসসহ জেলার প্রতিটি দপ্তরের পক্ষে হতে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

এরপরে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে পৌর কমিউনিটি সেন্টারের সামনে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় দেয় শতাধিক পথচারী অটোচালক রিকশাচালকদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram