১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে ইটভাটার অফিসের ছাদের উপর বোমা সাদৃশ্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১০, ২০২১
45
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামে চঞ্চল মিয়ার ইটভাটার অফিস রুমের ছাদ থেকে ৫টি বোমা সাদৃশ্য বস্তু ও ১২টি রামদা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে আলিফ ইট ভাটার অফিস রুমের ছাদ থেকে ৫টি বোমা সাদৃশ্য বস্তু এবং ১২ টি রামদা উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে রবিবার দুপুরের দিকে চঞ্চল মিয়ার ইট ভাটায় বিদ্যুৎ এর কাজ করতে যাওয়া ইলেকট্রিশিয়ান মোমিন নামের এক ব্যক্তি ছাদের উপরে উঠে বোমা সাদৃশ্য বস্তু ও দেশীয় তৈরি রামদা গুলো দেখে ভাটার মালিককে খবর দেন। ভাঁটার মালিক পরে পুলিশকে খবর দিলে, দুপুরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। পরে ছাদের উপর থেকে লাল টেপে মোড়ানো বোমা সাদৃশ্য ৫টি বস্তু এবং বড় ধরনের ১২ টি রামদা উদ্ধার করেন। এ সময় মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহা দারা, ইন্সপেক্টর রাসুল সামদানী সহ থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

ইট ভাটার মালিক চঞ্চল মিয়া জানান, গ্রামের কিছু কুচক্রী মহল রয়েছে তারা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এবার আমি ইউপি সদস্য প্রার্থী হওয়ার জন্য মত প্রকাশ করেছি। হয়তোবা এর কারনে আমার বদনাম দেওয়ার জন্য আমার ইট ভাটায় এ ধরনের অবৈধ জিনিস রেখে গেছে। তদন্ত করলে অবশ্যই বেরিয়ে আসবে কে বা কাহারা এগুলো রেখে গেছে। অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার জানান এগুলো কিভাবে অস্ত্র এখানে এলো তা তদন্ত না করে বলা যাবে না। এদিকে ইটভাটায় বোমা সাদৃশ্য বস্তু ও অস্ত্র রাখার বিষয়টি জানাজানি হলে বারাকপুর রাজাপুর সব আশপাশে গ্রাম থেকে উৎসুক জনতা সেখানে ভিড় জমান

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram