৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নানা আনুষ্ঠানিকতায় আলমডাঙ্গায় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ১৬, ২০২৪
26
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

নানা আনুষ্ঠানিকতায় ও আয়োজনে বরাবরের মত এ বছরও আলমডাঙ্গায় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩১ (পহেলা বৈশাখ) উদযাপিত হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্ব¡র থেকে শহরে মঙ্গল শোভাযাত্রার বের করা হয়। মঙ্গলশোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় উপজেলা পরিষদ মঞ্চে ফিরে যায়। বিভিন্ন স্কুল-কলেজ ও সঙ্গঠণের অংশগ্রহণে শোভাযাত্রাটি দৃষ্টিনন্দন হয়ে উঠে। রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে মঙ্গলশোভাযাত্রা উপভোগ করে। মঙ্গল শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ মঞ্চ চত্তরে বেলুণ উড়িয়ে ও ফিতা কেটে বৈশাখী মেলার উদ্ভোধন করা।

মঙ্গলশোভাযাত্রার সম্মুখভাগে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মঈন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, প্রাণিকসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জে. এম. আব্দুর রকীব, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন, খ্যাতিনামা কন্ঠ শিল্পি আব্দুল লতিফ শাহ, নাট্য শিল্পি ডা. অমল কুমার বিশ^াস, আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামিম, তথ্য কর্মকর্তা সিগ্ধা দাস, প্রমুখ।


বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠণ রঙ-বেরঙের ব্যানার, বাংলার ঐতিহ্য পালকিতে নববধু, কৃষক, নানা প্রাচীন জনজীবনের ঐতিহ্যবাহী বিভিন্ন অনুসঙ্গ নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। উপজেলা চত্বরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে শিল্পি আব্দুল লতিফ শাহ ও উপজেলা কলা কেন্দ্রের শিল্পীরা। শেষে কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলা চত্তরে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলমডাঙ্গা পৌর সভার উদ্যোগে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আল্পনা আঁকেন আর্ট শিল্পি আব্দুল লতিফ প্রধান ও তার দল।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram