৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দর্শক মাতিয়েছে আলমডাঙ্গা বধ্যভূমিতে মঞ্চায়িত নাটক “লালব্রীজ অতঃপর”

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৪, ২০২১
46
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা বধ্যভূমিতে মঞ্চায়িত “লালব্রীজ অতঃপর” নাটকটি তুমুল দর্শক মাতিয়েছে। দীর্ঘদিন পর মানুষ প্রকৃত বিনোদন পেয়েছে। বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ও প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছে। মহান মুক্তিযুদ্ধের পটভূমিকায় পাকিস্তানি সেনাবাহিনি ও তাদের এদেশীয় দোসর কর্তৃক গণহত্যা নিয়ে রচিত এ নাটকের মঞ্চায়ন আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এ নাটক মঞ্চায়ন করা হয়।


জেলা প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে এ নাটক মঞ্চায়ন উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ব্যাটেলিয়ন -৬ বিজিবি’র অধিনায়ক খালেকুজ্জামান পিএসসি। উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।


সহকারী অধ্যাপক মুন্সী আবু সাঈদের উপস্থাপনায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ ।


এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠণিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, আলমডাঙ্গা পৌর আওয়ালীলীগের সাবেক সভাপতি আবু মুসা প্রমুখ।
নাটকটি রচনা করেছেন বজলুর রহমান, নাট্য নির্দেশক ছিলেন অরিন্দ্যম সাংস্কৃতিক সংগঠণের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram