৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাকা জমা দিতে এসে সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখায় সর্বস্ব হারালেন এক অসহায় মহিলা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৩, ২০২১
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

টাকা জমা দিতে এসে সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখায় সর্বস্ব হারালেন এক অসহায় মহিলা। এ ঘটনায় বেরিয়ে এসেছে সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখার কতিপয় কর্মকর্তার দায়িত্ব পালনে চরম অনীহার দিক। দীর্ঘ কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ এ ব্যাংকের সিসিটিভি ক্যামেরা নষ্ট রয়েছে।


আলমডাঙ্গার স্টেশনপাড়ার লিটন মিয়া দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে বিছানায়। তার দুরাবস্থায় দুবেলা ভাতের সংস্থার পাশাপাশি শারীরিক অসুস্থ্যতার ঔষধ কেনা দুষ্কর হয়ে পড়েছে। এরই মাঝে গতকাল ১২ ডিসেম্বর আত্মীয় স্বজনের সহযোগিতার ১ লাখ টাকা লিটন মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখায় জমা দিতে যান। তাকা জমা নেওয়ার দায়িত্বে থাকা কর্মকর্তা রাবেয়া খাতুনকে একটি ফর্ম হাতে ধরিয়ে দিয়ে অজ্ঞাত এক ব্যক্তির নিকট পাঠিয়ে দেন।

রাবেয়া খাতুন জানান, ওই অফিসারের দেখিয়ে দেওয়া ব্যক্তিকে আমি ফরমটা দিই। ফরম পূরণ করে দিয়ে তিনি জমা দিতে যাওয়ার পুরো টাকা নিজের হাতে নিয়ে সটকে পড়ে। পরে রাবেয়া খাতুন উপায়ান্তর না পেয়ে ক্ষতিগ্রস্ত মহিলা ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে সব খুলে বলেন। ম্যানেজার সব শুনলেরও ঘটনার কোন সুরাহা করেন নি।


সরেজমিন ব্যাংকে গিয়ে দেখা যায়, ব্যাংকে যথারীতি সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে তা দীর্ঘ কয়েক মাস ধরে নষ্ট।


সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক এইচ এম আব্দুল আওয়াল বলেন, ওই মহিলা ব্যাংকের কোন স্টাফের হাতে টাকা দেন নি। কার কাছে দিয়েছেন তাও জানা যাচ্ছে না। আমি অল্প দিন ব্যাংকের এই শাখায় যোগ দিয়েছি। ব্যাংকের সিসিটিভি ক্যামেরা কেন মাসের পর মাস নষ্ট রয়েছে? এ প্রশ্নের সদুত্তর দিতে পারেন নি তিনি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram