২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহের দুই উপজেলায় ৯ টিতে নৌকা, ৭ টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২৯, ২০২১
30
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়নের মধ্যে সুন্দুরপুর-দূর্গাপুর ইউনিয়নে নৌকার ওহিদুজ্জামান ওদু (বিনা-প্রতিদ্বন্দিতায়), জামাল ইউনিয়নে নৌকার প্রার্থী মোদাচ্ছের হোসেন মন্ডল, কোলা ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী আলা-উদ্দিন আল আজাদ, নিয়ামতপুর ইউনিয়নে নৌকার রাজু আহম্মেদ রনি লষ্কর, সিমলা-রোকনপুর ইউনিয়নে নৌকার নাসির উদ্দিন চৌধুরী, ত্রিলোচনপুর ইউনিয়নে নৌকার বিদ্রোহী সতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ওরফে ঋতু হিজড়া, রায়গ্রাম ইউনিয়নে নৌকার আলী হোসেন অপু (বিনা-প্রতিদ্বন্দিতায়), মালিয়াট ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আজিজুল ইসলাম খাঁ, বারোবাজার ইউনিয়নে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ (বিনা-প্রতিদ্বন্দিতায়), কাষ্টভাঙ্গা ইউনিয়নে নৌকার প্রার্থী আয়ুব হোসেন ও রাখালগাছি ইউনিয়নে নৌকার প্রার্থী মহিদুল ইসলাম মন্টু।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন স্থানীয় সংসদ সদস্য এলাকায় থেকে যে ভাবে রাত দিন নৌকার পক্ষে ভোট করেছেন তা না হলে নৌকার প্রার্থীদের আরো পরাজয়ের সম্মুখীন হতে হতো। ভোটের দিনও কালো গাড়িতে প্রেস স্টিকার লাগিয়ে দেখভাল করেছেন তিনি। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ভরাডুবি ঘটেছে। ৫টি ইউনিয়নের মধ্যে একটিতে নৌকা জয়লাভ করেছে। বাকী চারটিতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে।

বেরসকারী ফলাফলে দেখা গেছে দোড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কাবিল উদ্দীনকে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিল বিশ^াস, কুশনা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাহাবুজ্জামান সবুজ, বলুহর ইউনিয়নে বিদ্রোহী নজরুল ইসলাম, সাবদারপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ও এলাঙ্গী ইউনিয়নে নৌকার প্রার্থী মিজানুর রহমান খান। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ায় স্বতন্ত্র প্রার্থীরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram