১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১, ২০২২
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গায় নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে যুব র‌্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ নভেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গণু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নূর মোহাম্মদ জকু, একাত্তরের অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি,।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, ইউ আর সির ইন্সক্টেটর জামাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার আমিনুল ইসলাম, অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আনোয়ার জাহিদ, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক আনিসুর রহমান জুয়েল, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী হাসিবুজ্জামান, দেশ সেবা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, উদ্যোক্তা মনোয়ার হোসেন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন, তারিকুল ইসলাম ও বাদশা আলম প্রমুখ। আলোচনা সভার শেষে ২৭ প্রশিক্ষণার্থীদের মধ্যে ১৫ লক্ষ ৮০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয় এবং ১০ জন যুবককে প্রশিক্ষণ যুব সনদপত্র প্রদান করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram