৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৯, ২০২৩
67
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনূর্ধ্ব-১৭)২০২৩“র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিটিম মাঠে অনুষ্ঠিত হয়।

সমাপণী টুর্নামেন্টে নাগদাহ ইউনিয়ন বনাম গাংনী ইউনিয়নের মধ্যে খেলা হয়। খেলা শুরুর কয়েক মিনিট পর নাগদাহ ইউনিয়নের খেলোয়ারা গাংনী ইউনিয়নকে ১টি গোল দেন। খেলা প্রথমাংশের শেষে দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বপত্নীক উপস্থিত হয়ে খেলা উপভোগ করে। খেলা ৩-২ গোলে নাগদাহ ইউনিয়নকে পরাজিত করে গাংনী ইউনিয়ন জয়লাভ করে। সমাপনী টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ও পৌর মেয়র হাসান কাদির গনু।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এ সময় তিনি বলেন, আমরা নাগদাহ ও গাংনী ইউনিয়নের মধ্যে খুবই চমৎকার একটি খেলা উপভোগ করলাম। প্রতি খেলায় জয়-পরাজয় থাকবেই। সবাইকে এটা মেনে নিয়ে খেলার মাঠে নামতে হবে। আজকে উপজেলা পর্যায় থেকে খেলোয়াড় বাচাই করে খেলা ও বিভাগীয় পর্যায়ে খেলতে পাঠানো হবে। ভাল খেলোয়াড়রা এক সময় জাতীয় দলে জায়গা করে নিবে। বর্তমান সরকার এ বিষয়ে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। খেলার মাধ্যমে মাদককে ধ্বংস করতে হবে। ছেলেরা নিয়মিত মাঠে খেলা খেলতে গেলে মাদকসহ নানা অপরাধ থেকে দুরে থাকবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক পত্নী চুয়াডাঙ্গা লেডিস ক্লাবের সভাপতি মেহনাজ খান বাঁধন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদির গনু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, সিনিয়র সহকারি কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ রাসেল, আলমডাঙ্গা থানার পুলিশ পরির্দশক তদন্ত একরামুল হোসাইন, ৭০“র অগ্নিসেনা খ্যাত বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আশাদুল হক মিকা, এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার, মুন্সি ইমদাদুল হক। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরুল হক, উপজেলা রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী হাসিবুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, উপজেলা ফুড গোডাউনের কর্মকর্তা(খাদ্য পরির্দশক) লিটন কুমার বিশ^াস, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, সাবেক খেলোয়ার শরিফুল ইসলাম, মিজানুর রহমান, মামুন রেজা মন্ডল প্রমুখ। খেলা পরিচালনা করেন সোহাগ হোসেন, জুয়েল , রানা, মহসিন কামাল, ইউনুস মাস্টার। খেলায় ধারাবিবরণী করেন হাফিজুর রহমান জীবন, মীর রোকনুজ্জামান, হেলাল উদ্দিন। খেলোয়ারদের চিকিৎসা প্রদান করেন উপসহকারি মেডিকেল অফিসার ডা. আব্দুল ওয়াহেদ, হেলাল উদ্দিন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram