৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জন্ম শতবার্ষিকীর সাংস্কৃতিক উৎসবের ৬ষ্ঠ দিন মাতালেন বাউল শিল্পীরা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২৩, ২০২১
30
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গায় শুরু হওয়া ১২ দিনের সাংস্কৃতিক উৎসবের ৬ষ্ঠ রাতের অনুষ্ঠান মাতিয়েছেন বাউল শিল্পীরা।
আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের শিল্পীদের সাথে যৌথভাবে তারা এ সাংস্কৃতিক উৎসবে সঙ্গীত পরিবেশন করেন।

আতিক সাঁই -র উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করে দর্শক-শ্রোতার মুহুর্মুহু করতালি কুড়িয়েছেন একুশে পদকপ্রাপ্ত খোদাবক্স সাঁই-র ছেলে মনের মানুষ সিনেমার অনন্য কণ্ঠশিল্পী আব্দুল লতিফ শাহ, উদাস বাউল খ্যাত ইউনুস আলী শাহ-র ছেলে দেশের প্রখ্যাত বিচ্ছেদ গানের শিল্পী সানোয়ার দেওয়ান, উস্তাদ রেজাউল করিম, রইচ উদ্দিন, উর্মিলা সরকার, আতিক বিশ্বাস, জাহিদুল বাউল, পাগলা বিটু শাহ, মন্টু শাহ, মোমিন শাহ প্রমুখ।

অন্যান্যের মধ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দীন, মাসুদ রানা তুহিন প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram