৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় নুরানী বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
সেপ্টেম্বর ১৪, ২০২৩
51
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের ত্রৈমাসিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা বা শিক্ষক জোড় অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. বুধবার আলমডাঙ্গা কাছারীপাড়াস্থ দারুস সুন্নাহ নুরানী একাডেমীর মিলনায়তনে এ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালা সকাল নয়টায় শুরু হয়ে দুপুর দুইটায় শেষ হয়।

আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমী আয়োজিত এ কর্মশালায় আলমডাঙ্গা উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের অধীনে পরিচালিত ৩৫ টি নুরানী মাদরাসার শতাধিক মুয়াল্লিম অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম নুরানী বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা রুহুল আমিন এবং মাওলানা মোঃ ইলিয়াস হোসেন।

উল্লেখ্য, নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশ তত্ত্বাবধানে পরিচালিত মাদরাসাগুলোর শিক্ষকদের প্রতি তিনমাস অন্তর জোড় অনুষ্ঠিত হয়। এতদিন আলমডাঙ্গার মুয়াল্লিমবৃন্দ চুয়াডাঙ্গা কেন্দ্রে অংশগ্রহণ করতেন। এবার দ্বিতীয় বারের মতো আলমডাঙ্গায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram