২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলডাঙ্গার নাগদাহ ও আইলহাস ইউপি নির্বাচ‌নে প্রার্থী‌দের ম‌নোনয়নপত্র জমা : নাগদা‌হে ৯ ও আইলহা‌সে ৩ চেয়ারম‌্যান প্রার্থী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২০, ২০২৩
53
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নাগদাহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন ও আইলহাঁস ইউপি নির্বাচনে চেয়াম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।


আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসে শেষদিন অবধি মনোনয়নপত্রগুলি জমা দেওয়া হয়েছে। প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা তাদের নিজেদের পক্ষের কমির্ সমর্থকদের বাহিনি নিয়ে মনোননয়পত্র জমা দেন। চোখে পড়ার মত কাফেলা ছিল এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুলের। বিপুলের বাবা সোনা মিয়ার নেতৃত্বে এ কাফেলা উপজেলা নির্বাচন অফিসে আসে।


নাগদাহ ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভেদামারী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হায়াত আলী ( আওয়ামীলীগ দলীয় প্রার্থী), নাগদাহ গ্রামের নজরুল ইসলাম জোয়ার্দ্দারের ছেলে এজাজ ইমতিয়াজ ( স্বতন্ত্র), ভেদামারী গ্রামের সবেদ আলী মোল্লার ছেলে প্রভাষক আবুল হাসনাত (স্বতন্ত্র), খেজুরতলা গ্রামের জসিম উদ্দীনের ছেলে সাবেক চেয়ারম্যান দারুস সালাম (স্বতন্ত্র), নাগদাহ পূর্বপাড়ার আয়ুব হোসেনের ছেলে আলমগীর হোসেন (স্বতন্ত্র), জোড়গাছা গ্রামের ইনছানুর রহমানের ছেলে হাবিবুল্লাহ (স্বতন্ত্র), বলিয়ারপুরের ওলি মহাম্মদের ছেলে আতিকুর রহমান (স্বতন্ত্র), জাঁহাপুরের মৃত আনিসুজ্জামানের ছেলে আওয়ালুজ্জামান (স্বতন্ত্র), জোড়গাছা গ্রামের আনিচুর রহমান বিল্লালের ছেলে মিশর আলী (স্বতন্ত্র),
এছাড়াও, আইলহাঁস ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন টাকপাড়ার আলতাফ হোসেনের ছেলে জাহিদুল ইসলাম বাদল (আওয়ামীলীগ দলীয় প্রাথী), বলেশ্বরপুরের আব্দুস শুকুর বিশ্বাসের ছেলে সাবেক চেয়ারম্যান মিনাজ উদ্দীন বিশ্বাস (স্বতন্ত্র), ঘোলদাড়ি বাজার পাড়ার আকবর আলীর ছেলে বিল্লাল গণি (স্বতন্ত্র) ।


এছাড়ার আইলহাস ইউনিয়নে সংরক্ষিত আসনে ১০ জন ও সাধারন আসনে ২৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নাগদাহ ইউনিয়নে সংরক্ষিত আসনে ১৩ জন ও সাধারন আসনে ২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।


আগামি ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার ও আগামি ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।


১৯ ফেব্রæয়ারী রবিবার শেষ দিনে দুপরের দিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হায়াত আলীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মুনসুুুুুুুুুুুুুুুুুুুর আলী, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস , সহসভাপতি মনসের আলী মোল্লা, হাসেম আলী মোল্লা, আইয়ুব হোসেন, মহিদ জোয়ার্দ্দাও আব্দুল মালেক, শওকত আলী, খাইরুল ইসলাম মেম্বারসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মিসহ সমর্থকবৃন্দ।


এর আগে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদেন নাগদাহ গ্রামের এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুলের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী নজরুল ইসলাম জোয়ার্দ্দার সোনা মিয়া, মোজাম্মেল হক , বকুল হোসেন বিশ^াস, ইবাদত মন্ডল, জালাল মন্ডল, মার্জুল হক, তাহাজদ্দিন মন্ডল, শহিদুল হক, মক্কেল আলী, পান্নু মিয়া, আজিজুল হোসেন, মোহাম্মদ আলী জোয়ার্দ্দার, রাজ্জাক জোয়ার্দ্দারসহ নাগদাহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মী ও সমর্থক বৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram