২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৪, ২০২১
24
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে থানা পুলিশের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় থানা চত্বরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।


আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক।
এ সময় তিনি বলেন, পূজা মন্ডপ কমিটি ও পুলিশ প্রশাসন এক সাথে আইনশৃঙ্খলা ও পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় কাজ করবে। পুলিশ প্রশাসনকে পূজা মন্ডপ কমিটিকে সহযোগিতা করতে হবে। তাছাড়া, বৈশ্বিক মহামারী করোনার সময় যেহেতু দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে পূজা মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতনতার পরিচয় দিতে হবে।


বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত তুহিনুজ্জামান, গাংনী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বশির উদ্দিন, জামজামি ক্যাম্প পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক কাশেম আলী বিশ্বাস, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, সাধারন সম্পাদক বিশ^জিৎ সাধুখাঁ, পৌর পূজা উৎযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক পলাশ আর্চয্য, রথযাত্রা উৎযাপন কমিটির সভাপতি শুশিল ভৌতিকা।

এসআই আব্দুল গাফফারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলার ৩৮ পূজামন্ডপ কমিটির প্রতিনিধিদের সাথে এ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অশোক কুমার সাহা, সবেন্দ সাহা, কৃষ্ণ বিশ্বাস, শুবেন্দ সিংহ রায় বুদ্ধ, বিধান বেদ, দেবদাস দে, লিপন কুমার বিশ্বাস, উজ্জ্বল দাস,উত্তম কুমার, সুনিল কুমার, বিজয় কুমার সিহি, সুধাংশ কুমার ব্যানার্জী, গৌতম কুমার পাল, বিপ্লব দাস, নিরঞ্জন দাস, বিষ্ণ অধিকারী, সনজিৎ অধিকারী, অরুবিন্দ বিশ্বাস, বিমল বিশ্বাস, আনন্দ বিশ্বাস, সনজিৎ কর্মকার, রাজ কুমার অধিকারী, বিজন কর্মকার, মিন্টু অধিকারী, শ্রী প্রণব কুমার সাহাসহ আলমডাঙ্গা থানা এলাকার বিভিন্ন ক্যাম্পের আইসি ও টু আইসিসহ থানার অফিসার ফোর্স।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram