৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে অবৈধ বাধভাঙা অনুপ্রবেশ চলছেই ৩ মাসে ৩২৭ জন গ্রেফতার!

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৩১, ২০২১
31
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশ চলছেই। ভিসা-পাসপোর্ট ছাড়াই দালালের মাধ্যমে এই অনুপবেশ করোনা মহামারির সময় উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। করোনার ভারতীয় ধরন বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেড়ে গেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার স্বাস্থ্যবিদরা।

সূত্র অনুযায়ী বিজিবির নিয়মিত অভিযানে হাতে গোণা কিছু মানুষ আটক হলেও একটি বড় অংশ অবাধে দেশের বাইরে যাচ্ছে এবং আসছে। বিজিবি-৫৮ ঝিনাইদহ সূত্র বলছে, গত তিন মাসে ৩১৭ অনুপ্রবেশকারী নারী-পুরুষকে আটক করেছে তারা। বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক কামরুল হাসান বলেন, ভারতে করোনা পরিস্থিতির মধ্যে কোনো উপায় না পেয়ে এসব অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে আসছেন। যেহেতু তারা অবৈধ পথে গিয়েছিলেন, তাদের ফিরতেও হচ্ছে অবৈধ পথ দিয়ে। তিনি আরও বলেন, ‘এরা সবাই সাধারণ মানুষ।

তারা ওপারে (ভারতে) যান আত্মীয়-স্বজনদের বাসায়, নয়তো সীমান্ত সংলগ্ন ইটাভাটা ও অন্যান্য শ্রমে নিয়োজিত হতে। আটকের পরে আমরা এসব তথ্য জানতে পেরেছি।’ মহেশপুর-৬ ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান বলেন, অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। তবে এ অঞ্চলে সীমান্ত কিছুটা অরক্ষিত থাকায় সুযোগ পাচ্ছে অনুপ্রবেশকালীরা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram