৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে সাড়ে ৬ কোজি রুপার গহনাসহ বিজিবির জালে আটক ২

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৩, ২০২১
30
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে সাড়ে ৬ কেজি রুপার গহনাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার বিওপির সামনে থেকে যমুনা ডিলাক্স নামে একটি পরিবনে তল্লাসী চালিয়ে এই রুপা উদ্ধার করা হয়।

এ সময় চোরাকারবারীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে জীবননগরের মেদেনীপুর গ্রামের সুলতানের ছেলে মোঃ আনন্দ (৫০) ও মহেশপুরের তৈলটুপি গ্রামের ফজল করীমের ছেলে মোঃ আব্বাস আলী (৪০) আটক করা হয়। বিজিবির হাবিলদার শহর আলী এই অভিযানের নেতৃত্ব দেন।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান জানান, ৬টি পলিথিন প্যাকেটে রুপার গহনা গুলো দুই পায়ের রান ও কোমরে বাধা ছিল। অভিযানে ৬ কেজি ৬৫৮ গ্রহ রুপা ছাড়াও ১টি মোবাইল ও বাংলাদেশী নগদ ২,৪০৪/- টাকা জব্দ করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram