৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাগদাহ ও আঁইলহাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপলক্ষে নির্বাচনী আচরন বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১১, ২০২৩
66
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলার নাগদাহ ও আঁইলহাস ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গায় নির্বাচনী আচরন বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ শনিবার সকালে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাচন অফিস মতবিনিময়সভার আয়োজন করে। এতে উপজেলার ২টি ইউনিয়নের সকল প্রার্থী উপস্থিত ছিলেন।


মতবিনিময়সভায় চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ কবীর হোসেন। মতবিনিময়সভায় প্রায় শ'খানেক প্রার্থীকে আশ্বস্ত করে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। যার যার ভোট তিনিই কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারবেন। নির্বাচনে কেউ হঠকারিতা করলে আইনশৃংখলা বাহিনী তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিবে। তিনি আরো বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ জন্য আইনশৃংখলা বাহিনী নির্বাচনী মাঠ শান্তিপূর্ণ রাখতে ইতোমধ্যে কাজ করছে।


সভাপতির বক্তব্যে জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিয়ে প্রার্থীদের উদ্দেশ্য বলেন, আপনারা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু করতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনী মাঠে ম্যাজেস্ট্রেসি টিম টহলে থাকবে। কোথাও কোন ঝামেলা হলেই টিমকে অবহিত করার আহ্বান জানান তিনি।
মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস।

জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মেজর আহমেদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন নগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনিত চেয়ারম্যান প্রার্থী হায়াত আলী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আবুল হোসেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিশর আলী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুল্লাহ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ালুজ্জামান রাসেল। উপস্থিত ছিলেন আইলহাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনিত প্রার্থী জাহিদুল ইসলাম বাদল, স্বতন্ত্র প্রার্থী মিনাজ উদ্দিন বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ বিল্লাল গনি।

এছাড়াও উপস্থিত ছিলেন ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচেন সংরক্ষিত আসনের মহিলা ২৩ জন ও ৫১ জন সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram