৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় লিটলম্যাগ আন্দোলনের 'ম্যাগাজিন উৎসব' ‌অনুষ্ঠিত

প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
অক্টোবর ১৩, ২০২৩
65
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আজ ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার, বাদ জুমআ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে ইসলামী বইমেলায় নয়া প্রভাত আয়োজিত লিটলম্যাগের সমন্বিত প্লাটফর্ম 'লিটলম্যাগ আন্দোলনে'র
'ম্যাগাজিন উৎসব' ‌অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পত্রিকা পরিষদের সভাপতি ও মাসিক আদর্শ নারীর সম্পাদক মাওলানা আবুল হাসান শামসাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও ঔপন্যাসিক সায়ীদ উসমান, শিশু সাহিত্যিক নকীব মাহমুদ, লেখক মুফতী আব্দুল্লাহ ফিরোজী।

সাঈদ আবরার ও এনায়েতুল্লাহ ফাহাদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সঞ্চালনা করেন তাশরিফ মাহমুদ ও জায়েদ খান। বিশটি ম্যাগাজিনের অংশগ্রহণে অনুষ্ঠিত এ 'ম্যাগাজিন উৎসবে' বেশ কটি লিটলম্যাগের মোড়ক উন্মোচন হয়।

এছাড়াও সম্পাদক মতবিনিময় অধিবেশনে সম্পাদক মন্ডলীর মধ্যে বক্তব্য রাখেন, প্রতিভার সম্পাদক উবাইদুল হক খান, স্বপ্নবুননের যায়েদ খান, নবাঙ্কুরের রিজওয়ান আবু জর, তারাফুলের সাজ্জাদুর রহমান, যুবকণ্ঠের আরাফাত নুর, পেরেকের আব্দুস নামাদ আজিজ, স্বপ্নতরীর সোহাইল মারজান, স্বপ্নকাননের মাহমুদ হাসান, চিন্তানামার কিফায়াতুল্লাহ বিন সাইফ, উবায়দুল্লাহ মাহমুদ, সমীহার এফাজ মোবারক, যুগবাহকের রুহুল আমিন, কুচকাওয়াজের হুসাইন মোহাম্মদ, ভাজপত্রের লাবীব হুমাইদী, আল-হাদীর আব্দুল্লাহ আল মামুন, স্বপ্নর ইসহাক আমীন, স্বপ্নস্বনের রহমতুল্লাহ রিফাত, হালচালের মুর্শিদুল আলম, জাগ্রতকন্ঠের শফি মাহমুদ-সহ বিভিন্ন ম্যাগাজিনের সম্পাদকগণ।

উল্লেখ্য, এ উৎসবের মূল আয়োজক নয়া প্রভাত সম্পাদক এনায়েতুল্লাহ ফাহাদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামে। বর্তমানে সে ঢাকা জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসায় দাওরায়ে হাদীস অধ্যয়ন রত। তার বাবার নাম মাওলানা এনামুল হক। তিনি এখন চুয়াডাঙ্গা শহরের সিএন্ডবি পাড়ায় নিজ বাড়িতে বসবাস করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram