৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছুুরি মে‌রে রাজ‌মিস্ত্রীর মোটরসাই‌কেল ছিনতা‌ই

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৪, ২০২২
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বধ্যভূ‌মি এলাহী নগর সড়‌কে ছুুরি মে‌রে রাজ‌মিস্ত্রীর মোটরসাই‌কেল ছিনতা‌ইয়ের ঘটনা ঘ‌টে‌ছে। ১৩ ফেব্রুয়ারী রাত পৌ‌নে ১০টার দি‌কে এলাহীনগ‌রের রাজ‌মি‌স্ত্রেরী লিখন‌কে ছু‌রি মে‌রে আহত ক‌রে মোটরসাই‌কেল নি‌য়ে যায়।


জান‌াগে‌ছে, উপজেলার এলাহীনগর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে লিখন আলী (২৭) পেশায় একজন রাজ‌মিস্ত্রেরী। আলমডাঙ্গা শহ‌রের চারতলার মো‌ড়ে এক‌টি বিল্ড‌িং এ লিখনসহ তার ক‌য়েকজন মি‌স্ত্রেরী কাজ কর‌ছে।

১৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টার দি‌কে কাজ ছে‌ড়ে বা‌ড়ি যা‌চ্ছিল। মোটরসাই‌কেল নি‌য়ে বধ্যভূ‌মি এলাহী নগর সড়‌কের ফাঁকা মা‌ঠে পৌছা‌লে দু‌টি মোটরসাই‌কেল নি‌য়ে ৫/৬জিন মুখ বাধা অজ্ঞাত ব্য‌ক্তি লিখ‌নের মোটরসাই‌কে‌লে গ‌তি রোধ ক‌রে। এসময় পিছন থে‌কে লিখ‌নের পি‌ঠে ছু‌রি দি‌য়ে আঘাত ক‌রে। লিখন প‌ড়ে গে‌লে তার টি‌ভিএস মে‌ট্টো মোটরসাই‌কেল নি‌য়ে পা‌লি‌য়ে যায়। প‌রে তা‌কে পথচা‌রিরা উদ্ধার ক‌রে স্থানীয় ক্লি‌নি‌কে ও প‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে ভ‌র্তি ক‌রে।

আহত লিখন জানান, ছিনতাইকারীরা ৫/৬ জন ছিল। তা‌দের মুখ বাধা থাকায় কাউ‌কে চিন‌তে পা‌রে‌নি।


আলমডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ব‌লেন, বধ্যভূুমি এলাহী নগর সড়‌কে ছিনতাই‌য়ের ঘটনা শু‌নে‌ তি‌নি ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন। ছিনতাইকারী‌দের সনাক্ত ক‌রে আট‌কের জন্য থানা পু‌লি‌শের ক‌য়েক‌টি টিম কাজ কর‌ছে। আহত লিখন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি আ‌ছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram