৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার পক্ষ থেকে এমপি ছেলুন জোয়ার্দ্দারকে সংবর্ধনা প্রদান

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ৪, ২০২৪
109
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গা ১ আসনের একাধারে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি ) আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান হয়। একই সাথে দাখিল, আলিম ও এসএসসি ভোকেশনাল ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনানুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।


প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শিক্ষা পূর্ণতা পায় না। এর সঙ্গে প্রয়োজন খেলাধূলা ও সংস্কৃতি চর্চার সুসমন্বয় ঘটানো। আর এর মাধ্যমেই একজন ছাত্র-ছাত্রী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার এসব উপাদানের সমন্বয় ঘটেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আমরা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই। যাতে তারা পরিবর্তিতে বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারে। এ কথা মাথায় রেখেই সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষাকে আরো আধুনিক, উন্নত ও বিজ্ঞানসম্মত করতে চাই। শুধু সাধারণ শিক্ষা নয়, কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিতে চাই। যাতে একজন ছেলে-মেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা কিছু করতে পারে। ভালো ফলাফল করতে হলে আমাদের শিশুদের আরো মনোযোগী হতে হবে। ভবিষ্যতে যেন ফলাফল আরো ভালো হয়, সেজন্য মন দিয়ে লেখাপড়া করতে হবে।’ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের ছেলে-মেয়েদের সব বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে। ছেলে-মেয়েরা কোথায় যাচ্ছে, কী করছে, সময় মতো স্কুল-কলেজ-মাদ্রাসায় যাচ্ছে কিনা, তা খেয়াল রাখতে হবে। এ ছাড়াও আপনাদের বাড়ির আশেপাশে কোনো ছেলে-মেয়ে যদি স্কুল-কলেজে না যায় তাদের স্কুল-কলেজে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আমাদের সরকার তো স্কুল-কলেজে কোনো বেতন ভাতা নিচ্ছে না, বিনা মূল্যে বছরের প্রথম দিকে বই বিতরণ করছে।


বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাবেক নির্বাহী সদস্য শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল, পৌর আওয়ামীলীগের সহসভাপতি রিপন হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ও সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, পৌর যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, সাইফুল ইসলাম, রেজাউল হক, মুসলিমা খাতুন, বিদ্যুৎসাহী সদস্য মিরাজুল ইসলাম রঞ্জু, শিক্ষক প্রতিনিধি আসাদুজ্জামান, নাজনীন সুলতানা, আব্দুস সেলিম, রহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সিরাজুল ইসলাম।


আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক মহসিন কামালের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, মকলেছুর রহমান শিলন, মুন্সি এমদাদ হক, আলহাজ্ব শেখ আশাদুল হক মিকা, মোজাহিদুর রহমার জোয়ার্দ্দার লোটাস, এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, সাবেক চেয়ারম্যান আবু তাহের আবু, মোস্তাফিজুর রহমান রুন্নু, উপজেলা আওয়ামীলীগ অ্যাড. মোখলেছুর রহমান, নেতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে হানুজ্জামান হান্নান, জয়নাল আবেদিন, মকবুল হোসেন, রাহাব উদ্দিন, বিল্লাল গণি, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ রহমতুল্লাহ, শিক্ষক শামীম উদ্দিন, রাশিদুল ইসলাম, আবু হানিফ, খালেদুজ্জামান, বিপুল হোসেন, মিল্টন, কানিজ ফাতেমা, উম্মে রোমানা খাতুন, আসমা খানম, নাজমুল হোসেন, ওমর ফারুক, শফি উদ্দিন, ঈয়ামিন মোল্লা, ইয়াহিয়া, শুকুর আলী, সীমা আক্তার, সাবিনা ইয়াসমিন, নাহিদ বিন সুলতান, শফিকুর রহমান, হাসান ঈমাম, রেজাউল হক, মুনমুন কনা, জাকিয়া সুলতানা, আব্দুল্লাহ আল মামুন, বেল্টু রহমান, নাসরিন সুলতানা, ফিরোজ আহমেদ, সাইদর রহমান, আব্দুল বাতেন, জামাত আলী, লাইলা নাসরিন, শাহানাজ পারভীন, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে সোনাউল্লাহ, কামাল হোসেন, জাহাঙ্গীর ইসলাম, কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম, লাবলু, দেলোয়ার মোল্লা, আক্তারুজ্জামান, শহিদ মোল্লা, পৌর যুবলীগের আহবায়ক আসাদুল হক ডিটু, আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহেল রানা শাহিন, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, সৈকত খান, আব্দুল কাদের রানা, মনিরুল, সৈকত খান, রাকিব আহমেদ রকি, আসিফ ইকবাল অটাল, শুভ, শরিফুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram