২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা দোয়ারপাড়ায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে ফের বাড়ি ভাংচুর

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২৪, ২০২১
26
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার ফরিদপুরের দোয়ারপাড়ায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে ফের বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। ২৩- মে রাত সাড়ে দশ টার দিকে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে দুইটি বাড়িতে হামলা চালায়। এতে বাড়ি দুটির ক্ষতি হয়েছে। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্তরা।


জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের দোয়ারপাড়ায় আওয়ামীলীগের দুই নেতার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলে আসছে। বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু ও চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহামুদুল হাসান চঞ্চলের সমর্থকদের মধ্যে রেষারেষী চলছে।

এ অবস্থায় গত ২২ মে দুপুরে গ্রামের সাবেক স্বামী স¤্রাট তার পালিয়ে যাওয়ার স্ত্রী রত্নাকে বর্তমান স্বামী সফিকুলের বাড়ি থেকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারই জের ধরে গতকাল রাত সাড়ে ১০ টার দিকে সাবেক স্বামী স¤্রাট ক্ষীপ্ত হয়ে তার সমর্থকদের নিয়ে স্ত্রীর দুলাভাই গ্রামের রমজান আলী ও হামিদুলের বাড়িতে হামলা চালায়।


চেয়ারম্যান মন্টুর সমর্থক স¤্রাট চেয়ারম্যান সমর্থকদের ডেকে নিয়ে প্রতিপক্ষ মৃত আফছার আলীর ছেলে রমজান আলী ও বাহার আলীর ছেলে হামিদুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় রমজান আলীর বসতবাড়ির টিনের প্রাচীর কুপিয়ে কেটে ফেলে। বসতঘরে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র তছনছ করে। একই সংগে পাশের হামিদুল ইসলামের বাড়িতেও হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করে।


অভিযোগকারি রমজান আলী ও হামিদুল ইসলাম জানান, বেলগাছি ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম ও স¤্রাটের নেতৃত্বে বকুল, আকুল,উজ্জল, রাহুল, তোষারসহ ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি জানান, এসময় বাড়ির লোকজন আত্মরক্ষার্থে পালিয়ে গেলে তারা হামলা চালায়। এ সময় ঘরে থাকা টাকাও হামলাকারিরা নিয়ে গেছে বলে জানান তিনি।


এ ব্যাপারে রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram