৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় শতাধিক খামারীদের নিয়ে খামার বান্ধব মতবিনিময় সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২২, ২০২১
31
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় শতাধিক খামারীদের নিয়ে খামার বান্ধব মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর বৃহস্পতিবার ১০ ঘটিকায় আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে আফতাব ফিড প্রোডাক্টস লিঃ এবং সততা ফ্লাওয়ার মিলসের সৌজন্যে খামার বান্ধব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সততা ফ্লাওয়ার মিলসের কর্ণধার ও আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা মৎস আড়ৎ সমিতির সভাপতি ও আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, আফতাব ফিড প্রোডাকটসের যমুনা জোনের হেড ডাঃ মোঃ জাহিদুজ্জামান সিদ্দিকী, উপজেলা প্রানী সম্প্রসারণ অফিসার ডাঃ খন্দকার বাইয়েজিত।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন তরুণ খামারী মোস্তফা কামাল । তরুন খামারি উদ্যোক্তা ও আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লিমন মল্লিকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রাণীসম্পদ কার্যালয়ের প্রাণী সম্পদ সহকারী অফিসার নাসির হোসেন, এল.এস.পি দীপক মজুমদার , আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ম্যানেজার পোল্ট্রি এন্ড ক্যাটল টেকনিক্যাল ডাঃ মোঃ সাকিব রেজওয়ান, খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার সজল কুমার সাহা, পোল্ট্রি ডাক্তার ডাঃ মোঃ জাহিদ হাসান, এরিয়া ইনচার্জ শাহাবুদ্দিন।

অনুষ্ঠানের সভাপতি সাদ্দাম হোসেন সুমন উক্ত সেমিনারে সততা ফ্লাওয়ার মিল এর এ্যাপস উদ্ধবোধন করেন ও তার বক্তব্যে খামারিদের দুঃখ দূর্দশার কথা তুলে ধরেন এবং সকল খামারিদের সাথে "খামারি যখন ডিলার" প্রোগ্রাম বিষয়ে এবং কিভাবে খামারিগন এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 'খামারি যখন ডিলার' প্রোগ্রাম এর মাধ্যমে খামারিগন যথেষ্ট লাভবান হবেন বলে তিনি আশা করেন। ফলে উপস্থিত সকল খামারিগন অত্যান্ত আনন্দিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram