৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২২“র উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৭, ২০২২
35
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২২“র উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রæয়ারি সকালে প্রদর্শনীর উদ্বোধ ও বিকালে সমাপনী অনুষ্ঠান ও প্রদর্শনীতে উপস্থিত খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এসময় তিনি বলেন, গত ১ বছরের মধ্যেই আমাদের দেশের প্রাণী সম্পদের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। গত বছরের তুলনায় এবারের প্রাণী সম্পদ প্রদর্শনী অত্যান্ত জাকজমকপূর্ণ হয়েছে। আলমডাঙ্গায় করোনাকালীন সময়ে খামারীদের মাঝে প্রায় সাড়ে ৩ কোটি টাকা প্রণোদনা দিয়েছে সরকার। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেন, তোমরা উদ্যোক্তা হও। তিনি দেশব্যাপী উদ্যোক্তা তৈরিতে নানাভাবে কাজ করে যাচ্ছেন। কারণ একজন উদ্যোক্তা আরও ৫ জনের কর্মসংস্থানের সুযোগ সুষ্টি করতে পারে। দেশের মানুষের মুখে আমিষ ও প্রোটিনের যোগান দেওয়ার জন্য খামারিদের ভ‚য়সি প্রসংশা করেন তিনি।


এর আগে সকাল ১১টায় প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম সরোয়ার মিঠু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আশাদুল হক মিকা।


বিকাল সাড়ে ৩টায় সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী রনি আলম নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা আওয়ামীলীগের পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম সরোয়ার মিঠু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, আশাদুল হক মিকা, সোহানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহির কাফি।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. শরিয়তুল্লাহ, ডা. বায়েজিদ খন্দকার, প.প কর্মকর্তা হাসানুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোাহা, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা খাদ্য গোডাউনের কর্মকর্তা (ওসিএলএসডি) লিটন কুমার, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসাইন, পৌর কাউন্সিলর বাপ্পি, খামারী এমদাদুল হক হিমেল, লিমন মল্লিক, খেদ আলী, আরোছা খাতুন, আনিস, জিয়া, বেদানা খাতুন, কলেজছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram