৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা জেলাসহ বৃহত্তর কুষ্টিয়া জেলা ভিত্তিক অনুর্ধ্ব-২০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৯, ২০২১
51
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গা জেলাসহ বৃহত্তর কুষ্টিয়া জেলা ভিত্তিক অনুর্ধ্ব-২০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী আলমডাঙ্গা মন্ডল স্পোর্টসের আয়োজনে ব্যাডমিন্টন ক্লাবের সহযোগীতায় ৩২ দলের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গায় ৩২ দলের অনুর্ধ্ব-২০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।


এসময় পুলিশ সুপার বলেন, আলমডাঙ্গার মানুষ তুলনামুলকভাবে শিক্ষিত ও চাকুরীজীবি। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় আলমডাঙ্গা বেশ অগ্রসর। সুস্থ্য, শক্তিশালী ও উন্নত জাতিগোষ্ঠী গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এখানে বর্তমানে বড় কোন মাদকব্যবসায়ি না থাকলেও বেশ কিছু স্থানে মাদক সেবনের স্থান রয়েছে। অচিরেই এ সব মাদক স্পটের মূলোৎপাটন করা হবে। আলমডাঙ্গাকে মাদকমুক্ত উপজেলা ঘোষণা করা হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাডমিন্টন কল্যাণ সমিতির প্রধান উপদেষ্ঠা আবুল কালাম আজাদ বেল্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, বাংলাদেশ ক্রীকেট বোর্ডে চুয়াডাঙ্গা জেলা কোচ জিহাদ-ই-জুলফিকার টুটুল, ব্যাডমিন্টন কল্যাণ সমিতির উপদেষ্ঠা মতিয়ার রহমান মতি, গোলাম সরোয়ার হায়দার, নিগার সিদ্দিকী কলেজের প্রভাষক সাহিদ শাহিদ।


ক্রীড়া সংগঠক মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন খেলোয়ার গোলাম মুক্তাদির বিদ্যুৎ, শেখ শহীদুল্লাহ, হাসানুজ্জামান মুন্না, নিখিল ভারতী, ওয়াহেদুল ইসলাম, মামুনুর রশিদ মন্ডল, তন্ময়, রুবেল, হিমেল, লিজন, শাওন, মেহেদী, ভোলা, তানজীম, মশিউর রহমান রানা, জয়, তানভীর, হৃদয়, উৎসব, রাফী, লিংকন প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram