২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২০, ২০২৩
39
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

“সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে আলমডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩“র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার উদ্বোধন হওয়া ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী স্নিগ্ধা দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, মিনাজ উদ্দিন, তাফসির আহমেদ লাল মল্লিক, আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, মুন্সি এমদাদুলহক, কাউন্সিলর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহানা পারভীন, মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক, উপজেলা শিক্ষকা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী আরিফুদ্দৌলা, মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমীন,উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী আব্দুর রশিদ,এলজিইডির উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী, শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারন সম্পাদক আশরাফুল আলম, মোল্লা ফেরদৌস রিজভী, ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন হেলাল উজ্জামান, আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মুছাব আলী, লিমন আলী, জিয়াউর রহমান প্রমুখ।

সমাপনী অনুষ্ঠান শেথে উন্নয়ন মেলার প্যাভিলিয়নে ১টি পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়ন সেবাকেন্দ্রের স্টলসহ, কৃষি অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, জনসাস্থ প্রকৌশল অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ডিজিটাল সেবা ও তথ্য সহায়তার স্টলসহ ৩৩টি মধ্যে ১ম,২য় ও ৩য়সহ সকলকে পুরস্কার প্রদান করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram