২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ মার্চ ২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ৬, ২০২৪
66
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ মার্চ ২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজনীন সুলতানা কনা, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, ৭০“র অগ্নি সেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, উপজেলা রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. এএনএম মোস্তাফিজ মুকুট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আবু সাঈদ, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শেফালী বেগম, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান, পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আওয়াল, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মুনজুরুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের মাওলানা ওমর ফারুক, উপজেলা পল্লী উপন্নয়ন প্রকল্প কর্মকর্তা শেখ আব্দুল মান্নান, উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক সাহারুল ইসলাম, পল্লি বিদ্যুৎ অফিসের শাহাজান আলী, উপজেলা বিআরডিবি প্রকল্প সহকারি পল্লি উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।

ঐতিহাসিক ৭ মার্চ ২০২৪ উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগীতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করবেন উপজেলা প্রশাসন। এছাড়াও উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় যথাযথভাবে দিনটি পালন করা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram