৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি দুর্নীতি মুক্ত চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা গড়বো : দিলীপ কুমার আগরওয়ালা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২১, ২০২৩
75
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গা-১ আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে আলমডাঙ্গা উপজেলায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা যুবলীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, উপজেলা ছাত্রলীগসহ হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলমডাঙ্গা শহরে আল তায়েবা মোড়ে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলার খাসকররা, জামজামিসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শেষে দিলীপ কুমার আগরওয়ালা আলমডাঙ্গা শহরে পৌছালে হাজার হাজার নেতাকর্মী ও ঈগল মার্কার কর্মী-সমর্থকরা তাঁকে ঘিরে আনন্দ-উল্লাস করতে থাকেন এবং শহরজুড়ে বিশাল শোভাযাত্রা বের করেন। পরে আলমডাঙ্গা শহরের আল-তায়েবা মোড়ে বিকাল ৫ টার সময় পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডনের সভাপতিত্বে শোভাযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথি দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আলমডাঙ্গাবাসী বারবার আমাকে তাদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। আজ ঈগল মার্কার এই পথসভায় হাজার হাজার মানুষের উপস্থিতি এটা প্রমাণ করে, আপনারা পরিবর্তন চান, আপনারা স্মার্ট আলমডাঙ্গা গড়তে চান। আমিও কথা দিচ্ছি আমি ঈগল মার্কা নিয়ে নির্বাচিত হবার পরই আলমডাঙ্গা উপজেলাকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবো। গত পনেরো বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নে ভাসিয়ে দিলেও চুয়াডাঙ্গা-১ আসনবাসী সেই উন্নয়ন পায়নি। তাই আমি আপনাদের সন্তান হিসেবে এই আলমডাঙ্গার মানুষের ভাগ্য গড়তে চাই।

দিলীপ কুমার আগরওয়ালা আরও বলেন, আজ আমার সাথে যে নেতৃবৃন্দসহ যেসব কর্মী-সমর্থক উপস্থিত আছেন সবাই একেকজন এক একটা দিলীপ কুমার হয়ে ঈগল মার্কার বিজয়ে গ্রাম থেকে শহরে ঝাপিয়ে পড়েন। কারণ আজকের এই হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ঈগল মার্কার জয়জয়কার।

পথসভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব শেখ সামসুল আবেদিন খোকন, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র ও সাবেক উপজেলা আওয়ালীগের সভাপতি হাসান কাদির গনু, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কাওছার আহমেদ বাবলু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, জেলা আওয়ামী লীগের সাবেক ক্রিড়া সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী আফরোজা পারভিন, জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন দিপক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী রবিউল হক, জেলা কৃষক লীগের সহ সভাপতি আশাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মুহিত, খাদিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, পৌর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হক তবা, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হোসেন বাবু, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামিম, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদ হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম খান স্বপন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী চন্দন, যুবলীগ নেতা হাবিবুর রহমান রুবেল, জেলা ছাত্রলীগ নেতা নিপ্পন, ছাত্রলীগ নেতা টিটন, সজীব, সুরুজ, শাকিল, তপুসহ চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা উপজেলা, পৌর আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হক তবা বলেন, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মানুষ একটি পরিবারের কাছে গত ১৫ বছর ধরে নির্যাতিত। আমরা আর নির্যাতিত হতে চাই না। আমরা মুক্তি চাই। আমাদের মুক্তির জন্য চুয়াডাঙ্গা ১ আসনে দিলীপ কুমার আগরওয়ালার ঈগল প্রতিক নিয়ে আমাদের মাঝে এসেছেন। আমরা আগামী ৭ জানুয়ারী ঈগল প্রতিকে ভোট দিয়ে দিলীপ কুমার আগরওয়ালাকে জয়যুক্ত করে ঘরে ফিরবো।

পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক অশ্রæসিক্ত নয়নে বলেন, আমরা অনেক কষ্ট বুকে নিয়ে আজ এখানে উপস্থিত হয়েছি। আমরা নেতাদের দ্বারা ব্যবহার হয়েছি। আর ব্যবহার হতে চাইনা। আমরা পরিবর্তন দেখতে চাই। আপনারা আগামী ৭ জানুয়ারী দিলীপ কুমার আগরওয়ালার ঈগল প্রতিকে ভোট দিয়ে পরিবর্তন করুন।

পৌর মেয়র হাসান কাদির গনু বলেন, আমি দীর্ঘ বছর আওয়ামীলীগের রাজনীতি করি। ১৮ বছর ধরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলাম। আপনারা নির্ভয়ে ঈগল প্রতিকের ভোট চাইবেন। আগামী ৭ জানুয়ারী আপনারা ভোট দিয়ে দিলীপ কুমার আগরওয়ালার ঈগল প্রতিককে নির্বাচিত করবেন।

উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, আমরা দীর্ঘ বছর আওয়ামীলীগের রাজনীতি করি। আমরা সবাই আওয়ামীলীগের কর্মি। আমরা গত ১৫ বছর বর্তমান এমপির নিকট থেকে কিছুই পাই নাই। আমরা দিলীপ কুমার আগরওয়ালাকে ঈগল প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করবো। আলমডাঙ্গার উন্নয়ন নিশ্চিত করবো।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram