সাইকো সম্রাট
ভাই ডেকেও বাঁচতে পারেনি সোনিয়া, সাভারে ৭ মাসে ৬ খুনের নায়ক ‘সাইকো সম্রাট’ গ্রেপ্তার
সাভারের একটি পৌর কমিউনিটি সেন্টার ঘিরে রহস্যময় ও ধারাবাহিক খুনের অবসান ঘটেছে। গত সাত মাসে ছয়জনকে হত্যার অভিযোগে মশিউর রহমান খান ওরফে সম্রাট নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের কাছে ‘সাইকো সম্রাট’ নামে পরিচিত এই ব্যক্তির টার্গেট ছিল সমাজের ‘অদৃশ্য’ মানুষ হিসেবে পরিচিত ভবঘুরেরা। গতকাল রোববার দুপুরে দুটি লাশ উদ্ধারের পর মাত্র দুই ঘণ্টার অভিযানে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা-পুলিশ।
তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাভারের ওই কমিউনিটি সেন্টারে দিনের বেলা স্বাভাবিক পরিবেশ থাকলেও রাত গভীর হলে এটি হয়ে উঠত সম্রাটের অপরাধ জগৎ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিটি হত্যাকাণ্ডের আগে ও পরে সম্রাট সেখানে যাতায়াত করেছে। তার শিকার হওয়া ব্যক্তিদের অধিকাংশ ছিলেন ভবঘুরে ও অটিস্টিক প্রতিবন্ধী, নিখোঁজ হলে যাদের খোঁজ নেওয়ার কেউ নেই। এই সুযোগটিই নিত সম্রাট।
সবশেষ হত্যাকাণ্ডের শিকার অটিস্টিক প্রতিবন্ধী নারী তানিয়া ওরফে সোনিয়ার ঘটনাটি সবচেয়ে হৃদয়বিদারক। গত শুক্রবার রাতে ওই কমিউনিটি সেন্টার থেকে চিৎকার শুনে এক সাংবাদিক ও পুলিশ সেখানে প্রবেশ করলে সম্রাট নিজেকে সোনিয়ার ভাই পরিচয় দিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করে। সোনিয়াও সে সময় তাকে ‘ভাই’ বলে ডাকছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। গতকাল রোববার দুপুরে সোনিয়াসহ দুজনের লাশ উদ্ধারের পর স্পষ্ট হয় যে, ভাই ডেকেও জীবন বাঁচাতে পারেননি ওই তরুণী।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, এটি একটি পরিকল্পিত সিরিয়াল হত্যাকাণ্ড। গ্রেপ্তার হওয়া সম্রাট প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচটি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তবে পুলিশের ধারণা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিটি লাশ উদ্ধারের পর স্থানীয়দের মধ্যে গুজব ও আতঙ্ক ছড়িয়ে পড়লেও সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক আলামত ধরে ঘাতককে শনাক্ত করা সম্ভব হয়।
গ্রেপ্তার সম্রাটের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে আর কোনো কারণ বা সহযোগী আছে কি না, তা খতিয়ে দেখতে ডিবি, সিআইডি, পিবিআই ও র্যাবসহ একাধিক সংস্থা তদন্তে যুক্ত হয়েছে। দিনের আলোতে নিরীহ সেজে থাকা এই ঘাতকের নৃশংসতা এখন সাভারজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় অবৈধ সার ও শিশুখাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
৪ ঘন্টা আগে
দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা
১ দিন আগে